Katrina Kaif : শুধু রিয়েল লাইফেই নয়, ইন্সটাগ্রাম ডিপিতেও ক্যাটরিনার সঙ্গী ভিকি
শেষ হয়েও হইল না শেষ। এই কথাটিই এখন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ৭-৯ ডিসেম্বর পর্যন্ত চলেছিল ভিক্যাটের বিয়ের গ্র্যান্ড অনুষ্ঠান। কিন্তু এখনও রয়ে গেছে বিয়ের রেশ। জানা গেছে খুব শীঘ্রই গ্র্যান্ড রিসেপসন করবেন ভিকি-ক্যাটরিনা। এদিকে প্রথমবার ইন্সটাগ্রাম ডিপি চেঞ্জ করলেন ক্যাটরিনা কাইফ।এতদিন মিসেস ভিকির ইন্সটাগ্রামের ডিপি ছিল সিঙ্গেল। তবে এবার তাঁর ডিপি তে অ্যাড হল ভিকি কৌশল। অর্থাৎ ভিকি কৌশলের সঙ্গে ইন্সটা ডিপি করেছেন ক্যাটরিনা। সেই ছবিতে রাজস্থানের পড়ন্ত বিকালের রোদ গায়ে মেখে পরস্পরের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের দিনের এই অন্যতম সেরা মুহূর্তই এখন ক্যাটরিনার ইনস্টাগ্রাম ডিপি। ডিপি চেঞ্জ করার পর সেটা নেটিজেনদের নজর এড়াতে পারেনি।প্রসঙ্গত উল্লেখ্য বিয়ের কয়েকঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একই ক্যাপশন লিখে ছবি শেয়ার করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের বার্তা ছিল, শুধুমাত্র ভালোবাসা আর কৃতজ্ঞতাতেই আমাদের হৃদয় ভরপুর সেই সবের জন্য যা আমাদের এই মুূহূর্ত এনে দাঁড় করিয়েছে। আপনাদের সকলের ভালোবাসা আর আর্শীবাদ কাম্য আমাদের এই নতুন যাত্রাপথে।